গুলশানের জনসভায় পৌঁছেছেন শেখ হাসিনা
২১ ডিসেম্বর ২০১৮ ১৬:১১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ১৭:০৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: গুলশান-২-এর ইয়ুথ ক্লাব মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি জনসভাস্থলে পৌঁছান। ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান, ওরফে চিত্রনায়ক ফারুক। জনসভায় তার পক্ষে ভোট চাইবেন শেখ হাসিনা।
জনসভাকে কেন্দ্র করে দুপুর ১২টার পর থেকেই দলের নেতাকর্মীরা ইয়ুথ ক্লাব মাঠে আসতে শুরু করেন। চিত্রনায়ক ফারুকের ব্যানার, পোস্টার, ফেস্টুন নিয়ে তারা দলে দলে হাজির হতে থাকেন জনসভাস্থলে।
এদিকে, জনসভাকে ঘিরে শুক্রবার সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে গুলশান এলাকায়। সকাল থেকেই নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়। দলীয় নেতাকর্মীদেরও কয়েক দফা তল্লাশি করে ঢোকানো হয় জনসভাস্থলে।
সারাবাংলা/টিআর