গোলাম মওলা রনির বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা
২১ ডিসেম্বর ২০১৮ ১৫:২৫ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ১৬:১২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
পটুয়াখালী: পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি অ্যাক্ট) মামলা হয়েছে। রনি ছাড়াও পাঁচজনকে এ মামলায় আসামি করা হয়েছে। মামলা নম্বর-১৪
আরও পড়ুন: যোগ দিয়েই বিএনপির প্রার্থী হলেন আ.লীগের গোলাম মাওলা রনি
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে গলাচিপা থানায় গোলাম মাওলা রনির প্রতিদ্বন্দ্বীর নির্বাচনি পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী মাসুদ মামলাটি করেছেন।
মামলার আসামিরা হলেন, পটুয়াখালী-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও একই আসনের আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি, জেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান খান, রনির ভাই সরোয়ার হোসেন, শ্যালক মকবুল হোসেন, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিপলু খান ও শাহআলম সানু।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ গণমাধ্যমকে বলেন, ‘বাদীর অভিযোগের ভিত্তিতে ডিজিটিাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫/৩১/৩৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় ৬ জনকে আসামি করা হয়েছে। তাদের কাউকে এখনও গ্রেফতার করা হয়নি।’
আরও পড়ুন: প্রার্থিতা ফিরে পেলেন গোলাম মওলা রনি
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ১৫ ডিসেম্বর দুপুরে গলাচিপা টিএন্ডটি সড়কে গোলাম মাওলা রনি’র স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা যাচ্ছিলেন। এ সময় তাদের ওপর সাজানো হামলার ঘটনা ঘটানো হয় এবং তা আইনশৃঙ্খলার অবনতি করে নিরাপত্তা বিঘ্নিত করে। এই ঘটনা নিয়ে গোলাম মওলা রনির সঙ্গে জেলা বিএনপি নেতাদের মোবাইলে কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এই ঘটনা জনমনে ভীতির সৃষ্টি করেছে যা আসন্ন নির্বাচনে বিরূপ প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে। গোলাম মাওলা রনির ওই ‘আত্মঘাতী’ ঘটনা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার ও প্রকাশিতও হয়। বাদী যেহেতু পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের আওয়ামী লীগের নির্বাচনি পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক সেহেতু তার সম্মান ক্ষুণ্ন হয়েছে।
মামলার বিষয়ে গোলাম মাওলা রনি বলেন, ‘মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে যে ক্ষতিগ্রস্তরা ছাড়া একই ঘটনায় অন্য কোন পক্ষ মামলা করতে পারবেনা। এখানে আমার স্ত্রীসহ পরিবারের লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ঘটনায় আমার স্ত্রীর অভিযোগ থানা পুলিশ গ্রহণ না করে আইন লঙ্ঘন করেছে। উল্টো আমাদের বিরুদ্ধে একটি সাজানো মামলা দায়ের করা হয়েছে।’
গোলাম মাওলা রনি ২০০৮ সালে পটুয়াখালী- ৩ আসনে (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি এ আসনে নৌকার টিকিট চেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দেন। বিএনপি তাকে এ আসনে মনোনয়ন দিয়েছে।
সারাবাংলা/এমএইচ
আরও পড়ুন
রেজা কিবরিয়া, রনি, মীর নাছিরসহ ৮২ জনের আপিল ইসিতে