Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের ৯টি পেজ, ৬টি অ্যাকাউন্ট বন্ধ করলো ফেসবুক


২১ ডিসেম্বর ২০১৮ ০২:১২

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোয় ৯টি পেজ ও ৬টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। বাংলাদেশ থেকে খোলা পেজগুলোর মধ্যে রয়েছে, বিডিএসনিউজ ২৪ ডটকম, বিবিসি-বাংলা নামে ভুয়া অ্যাকাউন্ট, নিউজ দিনেররাত ২৪ ডটকম।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুকের নিউজরুমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

ফেসবুকের পোস্টে জানানো হয়, যে ৯টি পেজ ও ৬টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, সেগুলো থেকে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল। একটির ফলোয়ার ছিল ১১ হাজার ৯০০ জন। বন্ধ করে দেওয়া পেজগুলো বুস্ট করতে ২০১৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৮০০ মার্কিন ডলার ব্যয় করা হয়েছে। তবে ৬টি অ্যাকাউন্ট সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি ফেসবুক।

নিউজরুমে দেওয়া ওই পোস্টে আরও জানানো হয়, ইন্টারনেটে নিরাপত্তা হুমকি মোকাবেলায় কাজ করা গ্রাফিকা নামে একটি কোম্পানিকে দিয়ে তদন্ত করায় ফেসবুক। তদন্তের পর বাংলাদেশের ৯টি পেজ ও ৬টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

সারাবাংলা/এটি

ফেসবুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর