কুড়িগ্রামে যমুনা ব্যাংকের ১৩০তম শাখার উদ্বোধন
২০ ডিসেম্বর ২০১৮ ১৮:৫৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১৯:০১
।। সারাবাংলা ডেস্ক ।।
ব্যাংকিং সেক্টরের নিত্য-নতুন সেবা দিতে কুড়িগ্রামের বাজার রোডে উদ্বোধন করা হয়েছে যমুনা ব্যাংকের ১৩০তম শাখার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন যমুনা ব্যাংক এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভরসা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালক ইসমাইল হোসেন সিরাজী ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।
যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদসহ বিভিন্ন শাখার প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সারাবাংলা/এনএইচ