এরশাদের নির্বাচনি প্রচারে নগরীতে জাপার মিছিল
২০ ডিসেম্বর ২০১৮ ১৯:২০ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ২০:১২
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে প্রথমবারের মতো বড় ধরনের মিছিল ও জনসংযোগ করেছে দলটি।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহাজাদপুরের সুবাস্তু টাওয়ারের সামনে থেকে বের হয়ে মিছিলটি গুলশানের কালাচাঁদপুর, বারিধারা হয়ে গুলশান-২ এ এসে শেষ হয়।
প্রায় ঘণ্টাব্যাপী এ মিছিল ও গণসংযোগে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও মহানগর উত্তরের নেতারা উপস্থিত ছিলেন।
মিছিলে অংশ নেওয়া নেতাদের হাতে প্রতীকী লাঙ্গল ও এরশাদের ফেস্টুন শোভা পেতে দেখা গেছে। এ সময় তারা লাঙ্গলের পক্ষে বিভিন্ন রকম স্লোগান দেয়। নেচে-গেয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে ভোট চেয়েছেন জাপার নেতারা। বিভিন্ন রাস্তা দিয়ে মিছিলটি প্রদক্ষিণ করার সময় উৎসুক জনতার আগ্রহও লক্ষ্য করা গেছে। বিভিন্ন বাসা-বাড়ির মানুষেররা হাত নেড়ে জাপার মিছিলকে স্বাগত জানায়—হাত নাড়েন জাপার নেতারাও। ঢোল ও বাদ্যের তালও ছিল মিছিলে।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী বলেন, ‘আমরা মনে করি জাতীয় পার্টির চেয়ারম্যান ক্ষমতায় থাকা অবস্থায় এবং এ এলাকার এমপি থাকাকালে অনেক উন্নয়ন করেছেন। তিনিই এই এলাকার একমাত্র যোগ্য প্রার্থী। যারা ১৭ আসন থেকে তার সরে যাওয়া নিয়ে অপপ্রচার করছেন, আমরা মনে করি নির্বাচনের আগে তাদের প্রার্থীই সরে যাবেন এবং তারা আমাদের প্রার্থীর পক্ষে কাজ করবেন। যারা অপপ্রচার করছেন তাদের উদ্দেশ্যে বলছি—অপপ্রচার করবেন না। আপনাদের প্রার্থীদের চেয়ে আমাদের প্রার্থী অনেক বেশি শক্তিশালী ও যোগ্য।’
এ ছাড়া নেতা-কর্মীদের উদ্দেশ্যে ঘরে ঘরে গিয়ে এরশাদের পক্ষে দাওয়াত দিয়ে ভোট চাওয়ার আহবান জানান জাপার এই নেতা।
প্রতি আসনে গড়ে ৬ জন করে প্রার্থী থাকলেও ঢাকা-১৭ আসনে নির্বাচন করছেন ১১ জন। অভিজাত এলাকা গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাসানটেকের কিছু অংশ নিয়ে সংসদীয় এ আসন। তবে একাধিক বস্তির অবস্থানও এ আসনে।
আসনটিতে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, নৌকা প্রতীকে মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান, ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং তৃণমূল বিএনপির সভাপতি ও বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা সিংহ প্রতীকে প্রতিন্দন্দ্বিতা করছেন।
এ ছাড়াও প্রার্থী হিসেবে আছেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের আলী হায়দার (বাঘ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস এম আবুল কালাম আজাদ (টেলিভিশন), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের এস এম আহসান হাবীব (মই), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল), মোহাম্মদ আবদুর রহিম (স্বতন্ত্র), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিনুল হক তালুকদার (হাতপাখা) ও বিকল্প ধারা বাংলাদেশের লে. কর্নেল ডা. (অব) এ কে এম সাইফুর রশিদ (কুলা)৷ আর আসনটিতে মহাজোটের দুই প্রার্থী থাকায় কিছুটা সংশয় রয়েছে ভোটারদের মধ্যেও।
সারাবাংলা/ইএইচটি/এমআই