Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার বিশ্বাস আমরা জয়ী হবো: মির্জা ফখরুল


২০ ডিসেম্বর ২০১৮ ১৭:২৩

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয় হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে পেশাজীবীদের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ‘এরইমধ্যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। গণতন্ত্র থাকবে কি থাকবে না তা এই নির্বাচনে নির্ধারিত হবে।’

তিনি বলেন, ‘এত হামলা-মামলার মাঝেও টিকে আছি শুধু জনগণের সমর্থনের কারণে। নির্বাচন কমিশন তো ঠুঁটো জগন্নাথ। এ নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হব আমরা কি গণতন্ত্রে থাকব না একনায়কতন্ত্রে যাব। মানুষের চোখের যে আকুতি দেখেছি, আমার বিশ্বাস-আমরা জয়ী হবো।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ব্যালট তো আপনারা ছাপাবেন, আমরা আসল ব্যালটেই ভোট দিতে চাই। জনগণকে বিভ্রান্ত করবেন না ‘

সারাবাংলা/এসএইচ/একে

একাদশ সংসদ নির্বাচন জাতীয়-নির্বাচন মির্জা ফখরুল ইসলাম

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর