নির্বাচনি এলাকা মাদকমুক্ত করার প্রতিশ্রুতি তাপসের
২০ ডিসেম্বর ২০১৮ ১৭:৩৬ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১৮:০০
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানী ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডি, কলাবাগান নিয়ে গঠিত ঢাকা-১০ আসটিকে মাদকমুক্ত করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন, ওই আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস।
আগামী নির্বাচনে বিজয়ী হলে ঢাকা-১০ আসনকে সামাজিকব্যাধী মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তার কর্মসূচি শুরু করবেন বলেও জানান তিনি। পাশাপাশি তিনি ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ ঢাকা-১০ গড়তে ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) কলাবাগানের ১নং লেন এলাকায় নির্বাচনি প্রচারকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আগামী নির্বাচনে দুটি লক্ষ্য সেট করেছি। তার মধ্যে একটি হলো-ঢাকা-১০ আসনকে ‘গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা টেন’ গড়তে চাই। আরেকটি হলো সামাজিকব্যাধী মাদককে আগামী নির্বাচনে জয়ী হলে এই মাদকের বিরুদ্ধে অভিযান দিয়ে আমাদের কার্যক্রম শুরু করবো। এই এলাকাকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করতে চাই।’
তিনি বলেন, ‘গত ১০ ডিসেম্বর থেকে আমরা আনুষ্ঠানিক প্রচার শুরু করেছি। আমরা ডোর টু ডোর মানুষের কাছে যাচ্ছি—সকলের কাছে যাওয়ার চেষ্টা করছি। হেঁটে হেঁটে গণসংযোগ করছি। জনগণের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমি খুবই আশাবাদী ঢাকা-১০ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের সুযোগ দেবে।’
এ সময় তিনি ঢাকার শহরের মূল সমস্যা যানজট নিরসনে বিশেষ করে ঢাকা-১০ আসনটিকে যানজটমুক্ত করতে প্রতিশ্রুতি দেন। এ এলাকার যানজট নিরসনের জন্য মেট্রো রেলের সংযোগ স্থাপনে সংক্ষম হবেন বলেও দাবি করেছেন তিনি।
বিএনপির প্রার্থীকে নির্বাচনি কাজে বাধা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের কাছে দেওয়া এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি হলো জনগণের কাছে তাদের (বিএনপি) কোনো ভিত্তি নাই। তারা বুঝতে পেরেছে ঢাকা-১০ আসনের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। যার কারণে তারা একটি ভিন্ন কৌশল অবলম্বন করেছেন তারা ঘরে বসে প্রেস কনফারেন্স মাধ্যমে গণসংযোগ চালাচ্ছে। আমরা এ এলাকার মানুষের কাছে গত ১০ বছর ধরে ছিলাম। তাদের পাশে নিয়ে দলমত নির্বিশেষে কাজ করেছি। এ কারণে জনগণ আমদের সাদরে গ্রহণ করেছেন। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।
ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, কলাবাগান এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২২ নং ওয়ার্ড নিয়ে গঠিত।
এ আসটিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার ফজলে নূর তাপস, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির আব্দুল মান্নান, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির হেলাল উদ্দিন, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির কে এম সামসুল আলম, বাঘ প্রতীক নিয়ে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)-র বাহারানে সুলতান বাহার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আউয়াল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনটির মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৭৫৮টি। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৫১জন এবং নারী ভোটার ১ লাখ ৪৩ হাজার ৯০৭ জন।
সারাবাংলা/ এজেডকে/এমআই