‘নড়াইল থেকে হীরের টুকরো নিয়ে এসে নড়াইলকেই দিয়েছি’
২০ ডিসেম্বর ২০১৮ ১৬:২৮ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১৮:২৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: দেশের জন্য ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজাকে ‘হীরার টুকরো’ অ্যাখ্যায়িত করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটা হীরের টুকরো নড়াইল থেকে আমরা নিয়ে এসে আবারও নড়াইলকেই দিয়েছি। ওরা আমাদের এক একটা হীরার টুকরা। কাজেই আশা করি, নড়াইলবাসী তাকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবে।’
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নড়াইল জেলার নির্বাচনি জনসভায় সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
গত দুদিনের ধারাবাহিকতায় আজ রাজশাহী, নড়াইল, গাইবান্ধা ও জয়পুরহাট জেলায় সংযুক্ত হয়ে নির্বাচনি জনসভায় অংশ নিয়ে নৌকা ও মহাজোটের প্রার্থীকে বিজয়ী করতে আহ্বান জানান শেখ হাসিনা। সুধাসদন প্রান্তে যৌথভাবে সভা পরিচালনা করেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
এ সময় নড়াইল-২ আসনের নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পাশের আসনে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সভাপতি বক্তব্যে শেষ করে নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন। এরপর তিনি মাশরাফিকে পরিচয় করিয়ে দেওয়ার সময় বলেন, ‘আমাদের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা একটু কথা বলবে আপনাদের। ও তো যেতে পারেনি—খেলায় ব্যস্ত ছিল। কারণ ওকে আমি বলে দিয়েছি, তোমার ইলেকশন তোমাকে ভাবতে হবে না। সেই দায়িত্ব আমি নিচ্ছি, তুমি খেলায় মনোযোগ দাও। আমাদের জয়ী করো, সে খেলায় আমাদের বিজয়ী করেছে।’
‘খেলতে গিয়ে আমাদের জয় এনে দিতে গিয়ে তো পায়ে ব্যথা পেয়েছে, অসুস্থ হয়েছে’—বলেও উল্লেখ করেন তিনি।
এরপর মাশরাফি বিন মতুর্জা বিজয়ের মাসে জাতির পিতাসহ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্নেহ করার ধন্যবাদ জানান নড়াইলবাসীর সেবা করার সুযোগ দেওয়ার জন্য।
তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে মাশরাফি বলেন, ‘আপনারা স্বাধীনতার পক্ষে থাকুন। নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখবেন। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সমৃদ্ধ, সুন্দর এবং আরও শক্তিশালী বাংলাদেশ উপহার দেবে—ইনশাল্লাহ।’
এ ছাড়াও নিজের অনুপস্থিতে স্থানীয় নেতা-কর্মীরা সমন্বয় করে তাকে বিজয়ী করার জন্য নৌকার পক্ষে কাজ করছেন সে জন্যও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মাশরাফি।
তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, আমার পায়ে একটু ব্যথা ছিল। আমার চিকিৎসা চলছে। আমি শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব ইনশাল্লাহ আপনাদের সঙ্গে যোগ দেবো। নড়াইল বাসীর কাছে বলতে চাই, সময় কিছুটা কম থাকলেও আমি সবার সঙ্গে দেখা করার চেষ্টা করবো। আমি চেষ্টা করবো—সবার সঙ্গে সমস্ত জায়গায় দেখা করার। যদি আমি সময় স্বল্পতার কারণে না পারি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’
‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজেই নড়াইলের এমপি ছিলেন। আপনারা নড়াইলের সবকিছু চেনা এবং জানা’—বলেও উল্লেখ করেন এই ক্রিকেট তারকা।
মাশরাফি বলেন, ‘বিগত ১০ দশ বছরে আপনার উন্নয়নের যে জোয়ার উঠেছে, আমি আশা করি এটা সামনে আরও বৃদ্ধি পাবে এবং আমরা নড়াইলবাসী আপনার উন্নয়নের অঙ্গীকার হতে পারবো বলে আশা করছি।’
নড়াইলবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। ওখানেই বড় হয়েছি। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন অবশ্যই আপনারা বিবেচনা করবেন এবং নৌকা মার্কায় ভোট দেবেন।’
মাশরাফির বক্তব্য শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে খেলতে গেলে সবসময় প্লেয়ারদের একটু ইনজুরি হয়। আর সেই সময় তাদের চিকিৎসা নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এরা তো, আমাদের বলতে গেলে আমাদের এক একটা হীরের টুকরো। একটা হীরের টুকরো নড়াইল থেকে আমরা নিয়ে এসেছি, আবার নড়াইলকে দিলাম। কাজেই আমি আশা করি, নড়াইলবাসী তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শক্তিশালী ক্রিকেট টিম তাদেরও আমরা হারিয়েছি। এটা বাংলাদেশের জন্য বিরল সম্মান। আমরা সেই ক্রিকেট খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজা তাকে আমরা নড়াইল-২ নৌকার মনোনয়ন দিয়েছি। যেহেতু সেই খেলার পরে তার পায়ে একটু ইনজুরি হয়েছে। সে জন্য তাকে আর যেতে দেইনি। সে আমার এখানেই বসা আছে।’
এরপর নৌকার প্রার্থীকে আসন্ন ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে জয়যুক্ত করতে ভোট চান টানা মেয়াদে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নড়াইলের স্থানীয় নেতা-কমীরাও মাশরাফিকে মনোনয়ন দেওয়ার জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান এবং সামনের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে অঙ্গীকার করেন।
সারাবাংলা/এনআর/এমআই