Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির ৪ শতাধিক নেতাকর্মী’র আ’লীগে যোগদান


২০ ডিসেম্বর ২০১৮ ১৬:১৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জের সংসদ সদস্য আব্দুল মজিদ খানের হাতে ফুল দিয়ে বিএনপির ৪ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার নগর গ্রামে এক নির্বাচনী জনসভায় বিএনপি নেতা হাজী রমজান মিয়ার নেতৃত্বে বিএনপি থেকে ৪ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল মজিদ খান তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে আব্দুল মজিদ খান বলেন, ‘আজকে যারা আওয়ামী লীগে যোগদান করছেন তাদেরকে আমরা স্বাগত জানাই। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার জন্য সবাইকে কাজ করতে হবে।’

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাহ উদ্দিন ভূইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান, শিবপাশা ইউপি চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, পৈলারকান্দি ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, খাগাউড়া ইউপি চেয়ারম্যান শামসুল আরেফিন শওকত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায়, যুগ্ম আহবায়ক মমিনুর রহমান সজীবসহ আওয়ায়ী লীগের অঙ্গসংগঠনের নেতকর্মীরা।

সারাবাংলা/এমএইচ

একাদশ জাতীয় নির্বাচন নেতাকর্মীরা