Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আধিপত্যের বিরোধে’ যুবককে কুপিয়ে হত্যা


২০ ডিসেম্বর ২০১৮ ১৫:০৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় সাবেক দুই ছাত্রলীগ নেতার অনুসারীদের মধ্যে মারামারির পর এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আধিপত্য নিয়ে বিরোধে মো. শাহেদ প্রকাশ রনি (২৮) নামে এই যুবককে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) গভীর রাতে নগরীর ৩৭ নম্বর মুনিরনগর ওয়ার্ডে এছাক কনটেইনার ডিপোর পাশে রেললাইন সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ড ঘটেছে।

মৃত শাহেদ স্থানীয় একটি ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে কাজ করতেন বলে সারাবাংলাকে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহি উদ্দিন মাহমুদ।

ওসি জানান, বুধবার রাত সাড়ে ১২টা থেকে পৌনে ১টার দিকে মুন্সিপাড়া এলাকায় স্থানীয়দের মধ্যে দুই গ্রুপে মারামারি হয়। এরপর একপক্ষ শাহেদকে একা পেয়ে তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। তার বুকের দুইপাশে এবং মাথায় গুরুতর জখম হয়। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রলীগ নেতা মেজবাহ উদ্দিন মোর্শেদ এবং দেবাশীষ পাল দেবু’র অনুসারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। জুয়াখেলা নিয়ে বিরোধ থেকে মারামারির সূত্রপাত ঘটে। শাহেদ মেজবাহ উদ্দিন মোর্শেদের গ্রুপের সঙ্গে থাকত।

তবে শাহেদ কোনো রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না বলে সারাবাংলাকে জানিয়েছেন ওসি।

‘শাহেদ ওই এলাকায় ডিস সংযোগ যারা দেয় তাদের অধীনে কাজ করত। চায়ের দোকানেও সে কাজ করত। কোনো ধরনের রাজনীতিতে সে ছিল না। তার বাসা এনায়েত বাজার এলাকায়। তবে থাকত হালিশহরের রামপুরায়।’ বলেন ওসি

বিজ্ঞাপন

এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/এমএইচ

আধিপত্য বিস্তার চট্টগ্রাম হত্যা

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর