Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ ডিসেম্বর নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা


২০ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৭

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: আগামী ৩০ ডিসেম্বর  একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সব নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

সিনিয়র সহকারী সচিব, এস এম শাহীনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩০ ডিসেম্বর, রোববার সব সরকারি, আধা সরকারি, বেসরকারি অফিসের কর্মকর্তা, কর্মচারীদের ভোট দেওয়ার সুবিধার্থে এই ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোট দেওয়ার সুবিধার্থেও এই সুযোগ রাখা হয়েছে।

এদিকে, বাংলাদেশ ব্যাংক থেকে আরেক নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনের দিন নির্বাচনি এলাকার সব ধরণের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

সারাবাংলা/ এইচএ/জেএমএম

আরও পড়ৃন৪ দিন ব্যাংক বন্ধ থাকবে নির্বাচনের সময়

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনি এলাকায় ছুটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর