ফখরুলের গাড়িবহরে হামলা: ঠাকুরগাঁও সদরের ওসিকে প্রত্যাহার
২০ ডিসেম্বর ২০১৮ ১৩:০৪ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১৩:৩৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
দিনাজপুর: ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আরও পড়ুন: ডিসি, এডিসি ও ৪ ওসিকে প্রত্যাহারের নির্দেশ
বুধবার (১৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ নির্দেশ দিয়ে একটি চিঠি পুলিশ প্রধানের কার্যালয়ে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও জেলা রিটানিং অফিসার ড. কামরুজ্জামান সেলিম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী প্রচারণা চালানোর জন্য ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে দানারহাট এলাকায় তার গাড়িবহরে হামলা হয়। এ সময় ৬টি গাড়ি ভাঙচুর করা হয়। এতে মির্জা ফখরুলের সফরসঙ্গী কমপক্ষে ১০ জন আহত হয়।
মির্জা ফখরুল অভিযোগ করে এক বিবৃতিতে বলেন, পুলিশ ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়ে ছিল কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এ সময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য ইসিকে ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আহবান জানান।
সারাবাংলা/এমএইচআর/এমএইচ
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা
গাড়িবহরে হামলা পূর্ব পরিকল্পিত: মির্জা ফখরুল