বাগেরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জনের মৃত্যু
২০ ডিসেম্বর ২০১৮ ১০:৫৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১১:২০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বাগেরহাট: বাগেরহাটের রামপালের সোনাতুনিয়া এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বুধবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলা পেড়িখালি গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদাউস, মোংলা পৌরসভার মাদ্রাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলে মো. কামরুল। এছাড়া আরেক নিহতের পরিচয় পাওয়া যায়নি।
খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. রেজাউল করিম জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা আরাফাত পরিবহনের একটি বাস মহাসড়কের সোনাতুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।
সারাবাংলা/এসএমএন