Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. ফজলে রাব্বী মারা গেছেন


২০ ডিসেম্বর ২০১৮ ১০:০৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

গাইবান্ধা: ছয়বারের সংসদ সদস্য এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা গেছেন।

বুধবার (১৯ ডিসেম্বর) রাত ২টা ২০ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

সাদুল্যাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন বলেন, ফজলে রাব্বী চৌধুরী দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। উচ্চ রক্তচাপও ছিল তার। অসুস্থ থাকায় মনোনয়ন পেয়েও ভোটের মাঠে নামতে পারছিলেন না তিনি। তবে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) তার ভোটের মাঠে নামার কথা ছিলো। কিন্তু হঠাৎ করে ঢাকার নিজ বাসায় বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাইবান্ধা-৩ আসনে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৮৪ সালে জাতীয় পার্টিতে যোগদান করেন ফজলে রাব্বী। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন তিনি। ফজলে রাব্বী বিভিন্ন সময়ে বাংলাদেশের ভূমি মন্ত্রী, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ও সংস্থাপন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

সারাবাংলা/এসএমএন

ঐক্যফ্রন্ট ফজলে রাব্বী মৃত্যু

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর