Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নয়নই ড. শিরিন শারমিনের জয়ের নেপথ্যে ভূমিকা রাখবে 


২০ ডিসেম্বর ২০১৮ ০৫:৪৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রংপুর: জেলার ছয়টির মধ্যে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুড়বাড়ি এলাকা রংপুর-৩ (পীরগঞ্জ) আসন। এ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রচারণার তুঙ্গে রয়েছে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রতিদিনই ছুটছেন পীরগঞ্জের আনাচে কানাচে। গণসংযোগ, উঠান বৈঠক আর পথসভায় ব্যস্ত সময় পার করছেন তিনি। গত দশ বছরে আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়নই তার জয়ের নেপথ্যে ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

ভোটযুদ্ধের প্রচারণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মৃতিবিজড়িত পীরগঞ্জ উপজেলার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিরিন শারমিন চৌধুরী সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভোট চাইছেন। এতে গুরুত্ব পাচ্ছে তার বিগত সময়ের উন্নয়ন কার্যক্রম। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বী ছয়জনের মধ্যে প্রচার প্রচারণাসহ ভোটযুদ্ধে জয়ের সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে শিরীন শারমিন চৌধুরী। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হয়েছিলেন। পরে আসনটি ছেড়ে দিলে উপ-নির্বাচনে শিরীন শারমিন চৌধুরী এখানে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (পীরগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী (নৌকা), বিএনপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম (ধানের শীষ), ইসলামী আন্দোলনের বেলাল হোসেন (হাতপাখা), এনপিপি’র হুমায়ুন এজাজ (আম), কমিউনিস্ট পার্টির অধ্যাপক কামরুজ্জামান (কাস্তে) ও বিএনএফের প্রার্থী এবিএম মাসুদ সরকার মজনু (টেলিভিশন) প্রতিদ্বন্দ্বিতা করছেন । এবার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে অধিকাংশই প্রথমবারের মতো নির্বাচনে অংশ গ্রহণ করছেন।

বিজ্ঞাপন

আগামী ৩০ ডিসেম্বর এই আসনটিতে মোট ২ লাখ ৯২ হাজার ৯৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৩২৮ জন পুরুষ ও ১ লাখ ৪৭ হাজার ৬৬৯ জন নারী।

পীরগঞ্জ পৌর শহরের ওসমানপুর গ্রামের আরিফুল ইসলাম জানান, একসময়ের অবহেলিত পীরগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন কাজ করেছে আওয়ামী লীগ। এরমধ্যে উল্লেখযোগ্য দৃষ্টি নন্দন শহীদ মিনার, মুক্তিযোদ্ধা কমপ্লোক্স ভবন, কাবিলপুর, মিঠিপুর, বড় আলমপুর ইউনিয়ন পরিষদ ভবন, উপজেলা পরিষদ ভবন, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের অবকাঠামো নির্মাণ, ড. এম এ ওয়াজেদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন এবং মেরিন একাডেমি নির্মাণ কাজ অন্যতম।

রায়পুর ইউনিয়ন পরিষদ সদস্য ও স্থানীয় জাতীয় পার্টির নেতা মোস্তাফিজুর রহমান গোলাপ জানান, শিরীন শারমিন চৌধুরীর হাত ধরে পীরগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর মধ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, ব্রীজ, কালঘার্টের নির্মাণের মাধ্যমে তিনি যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটিয়েছে। নারী ও শিশুদের জন্য চিকিৎসা কেন্দ্র নির্মাণ হয়েছে বিভিন্ন ইউনিয়নে। নারী উন্নয়ন, গ্রামীণ নারীদের আর্থ সামাজিক উন্নয়ন, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে ব্যাপক কর্মসূচী সফলভাবে শেষও করেছেন তিনি। আগামীতে পীরগঞ্জ উপজেলাকে আরো উন্নতি করতে সাধারণ জনগন নৌকায় ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন।

সারাবাংলা/এমএইচআর/পিএ

একাদশ জাতীয় নির্বাচন নির্বাচন রংপুর ৩

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর