Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি’র শতাধিক নেতাকর্মী যোগ দিলেন আ. লীগে


২০ ডিসেম্বর ২০১৮ ০৪:১২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

খুলনা: বাগেরহাটের রামপালে বিএনপি’র শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছে আওয়ামী লীগে। তাদের মধ্যে রামপাল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী কামরুল ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহসীন উদ্দিন খোকন অন্যতম।

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে রামপালের ঝনঝনিয়া হাইস্কুল মাঠে নির্বাচনী সমাবেশে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের হাতে ফুল দিয়ে কাজী কামরুলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে এমন ঘটনায় বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

বিএনপি’র নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের দলীয় কর্মকাণ্ড সচল ছিল না। কিছু স্বার্থানেষী নেতারা দলকে কুক্ষিগত করে রেখে ব্যক্তিগত সুবিধা ভোগ করায় মাঠ পর্যায়ের কর্মীদের সাথে নেতাদের দূরত্বের সৃষ্টি হয়েছে। যার ফলে নির্বাচনের আগ মুহূর্তে দলীয় নেতা-কর্মীরা রাজনীতির মাঠে টিকে থাকার জন্য এ কাজ করেছে।

সারাবাংলা/ইউজে/পিএ

আওয়ামী লীগ একাদশ জাতীয় নির্বাচন নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর