Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মানিতে নিজ কক্ষ থেকে বাংলাদেশি শিক্ষার্থীর লাশ উদ্ধার


২০ ডিসেম্বর ২০১৮ ০২:৩৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ১৩:২৭

germany

।। আন্তর্জাতিক ডেস্ক।।

জার্মানির রাজধানী বার্লিনের গেসুন্ড ব্রুনেন এলাকার একটি বাড়িতে নিজ কক্ষ থেকে তমালিকা সিংহ নামে এক বাংলাদেশী শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তার নাম তমালিকা সিংহ হলেও তিনি বিভিন্ন ব্লগে অর্পিতা রায় চৌধুরী নামে লেখালিখি করতেন ।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে পুলিশ খবর পেয়ে তমালিকার লাশ উদ্ধার করে।

২০১৭ সালের  ডিসেম্বরে জার্মানি পেন ক্লাবের দেওয়া বৃত্তি কর্মসূচির আওতায় তিনি জার্মানিতে যান। তার বাড়ি নেত্রকোনা জেলায়।

অর্পিতার প্রতিবেশী এক বাংলাদেশি জানিয়েছেন, কয়েক দিন ধরে অর্পিতার বাড়িতে আলো জ্বলতে না দেখে বিষয়টি ১৪ ডিসেম্বর পেন ক্লাবের স্থানীয় কর্মকর্তাদের জানান তিনি। এর চার দিন পর মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বার্লিন পেন ক্লাবের একজন স্বেচ্ছাসেবক ওই বাড়ির অন্য একটি চাবি দিয়ে দরজা খুললে অর্পিতার লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে মঙ্গলবার রাত আটটার দিকে অর্পিতার লাশ উদ্ধার করে।

জার্মান পেন ক্লাবের মুখপাত্র ফেলিক্স হেলার অর্পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় তারা অত্যন্ত মর্মাহত এবং বিমর্ষ। পুলিশের তদন্তের আগে কোনো কিছু বলা যাচ্ছে না।’

সারাবাংলা/ইউজে/পিএ

জার্মানি. বার্লিন তরুণী বাংলাদেশী মৃত্যু লাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর