তাকালেই কোদালের পোস্টার, আমার পোস্টার নাই: স্বরাষ্ট্রমন্ত্রী
১৯ ডিসেম্বর ২০১৮ ১৮:৪৪ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১৮:৫৭
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমার এলাকায় রাস্তার যেদিকেই তাকাই কোদাল মার্কার (জোনায়েদ সাকি) পোস্টার দেখি, আমার পোস্টার নাই।
আজ (১৯ ডিসেম্বর) বিকেলে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এক নির্বাচনি জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
কামাল বলেন, ‘প্রচারণায় কাউকে বাধা দেওয়া হচ্ছে না। সবাই নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছেন। বিএনপির অভিযোগ সত্য নয়।’
আরও পড়ুন: ‘স্বরাষ্ট্রমন্ত্রী অন্তত তার আসনে ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করবেন’
তিনি বলেন, ‘বিএনপি অভিযোগ করে তাদের নির্বাচনি প্রচারণাসহ পোস্টার লাগাতে দেওয়া হয় না। আসলে তারাই পোস্টার লাগায় না। যে কারণে তাদের পোস্টার কোথাও দেখি না। বরং যেদিকে তাকায় শুধু কোদাল মার্কার পোস্টার দেখি, সেখানে আমার পোস্টার তো নাই।’
আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নেতাকর্মীকে গ্রেফতার করছে। এটাও ঠিক না। আমি স্পষ্টভাবে বলছি, তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে শুধুমাত্র যাদের নামে ওয়ারেন্ট আছে। যারা ২০১৩-২০১৪ সালে মানুষ পুড়িয়ে মেরেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, শুধু তাদের ছাড়া আর কাউকে গ্রেফতার করা হচ্ছে না।’
উন্নয়নের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তেজগাঁওয়ের এই জায়গাতেই সন্ধ্যায় মানুষ চলতে পারত না। মাস্তান-সন্ত্রাসীদের আড্ডার জায়গা ছিল এটা। কিন্তু আজ সেখানে রাত ২টার পরেও মেয়েরা চলাফেরা করতে পারে। এক সময় গার্মেন্টেসের নারীরা বেতন নিয়ে বাসা পর্যন্ত যেতে পারত না। এখন তারা নির্বিঘ্নে চলাচল করছে। আগে যারা সন্ত্রাস চুরি-ডাকাতি খারাপ কাজের সঙ্গে লিপ্ত ছিল। তারা তাদের পেশা পরিবর্তন করে ভালো পেশায় এসেছে।’
আলোকিত বাংলাদেশের জন্য শেখ হাসিনার বিকল্প কেউ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যদি এই নিরাপত্তা ও দেশের সর্বস্তরের উন্নয়ন অব্যাহত রাখতে চান। তাহলে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করুন। নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন। আপনারাই পারেন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে। কারণ আমাদের প্রধানমন্ত্রী স্বপ্ন দেখায় এবং সেটি বাস্তবায়নও করে। যার প্রমান গত দশ বছরের উন্নয়ন।’
জনসভায় তেজগাঁও ট্রাক টার্মিনাল নির্বাচন পরিচালনা কমিটির সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসএইচ/একে