Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১৭ থেকে সরছেন না এরশাদ, বৃহস্পতিবার শোডাউনের প্রস্তুতি


১৯ ডিসেম্বর ২০১৮ ১৮:৫৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে হুসেইন মুহম্মদ এরশাদের সরে দাঁড়ানোর খবর প্রত্যাখ্যান করেছেন জাতীয় পার্টির নেতারা। বরং তারা বলছেন, এই আসনে দলীয় চেয়ারম্যানের পক্ষে শোডাউনের অংশ হিসেবে বড় ধরনের নির্বাচনি মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর প্রগতি সরণি, শাহজাদপুর, কালাচাঁদপুর ও বারিধারা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির নেতারা।

জাতীয় পার্টির নির্বাচনি সেলের প্রধান ও প্রেসিডিয়াম সদস্য দোলোয়ার হোসেন খান সারাবাংলাকে বলেন, ঢাকা-১৭ আসনে পার্টির চেয়ারম্যানের পক্ষে আমরা বড় ধরনের নির্বাচনি মিছিলের প্রস্তুতি নিচ্ছি। এ আসন থেকে উনার সরে যাওয়া নিয়ে যে গুজব ছড়িয়েছে, তা একেবারেই মিথ্যা।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী সারাবাংলাকে বলেন, ‘আমাদের সব ধরনের প্রচার প্রচারণা এগিয়ে চলছে। ঢাকা-১৭ আসনে আগামীকাল (বৃহস্পতিবার) আমরা বড় ধরনের মিছিল করতে যাচ্ছি। রাজধানীর প্রগতি সরণি, শাহজাদপুর, কালাচাঁদপুর ও বারিধারা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হবে।’

জাতীয় পার্টির কয়েকজন নেতা জানান, ঢাকা-১৭ আসন থেকে এরশাদের সরে যাওয়া নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা ভিত্তিহীন। বরং আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককেই সরে যেতে হবে বলে মনে করেন জাপার প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী।

একাদশ জাতীয় নির্বাচনে প্রতি আসনে গড়ে ছয় জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ঢাকা-১৭ আসনে প্রার্থী রয়েছেন ১১ জন। অভিজাত এলাকা গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাসানটেকের কিছু অংশ নিয়ে সংসদীয় এ আসন। পাশাপাশি কড়াইল বস্তি, ভাসানটেক বস্তিসহ কয়েকটি বস্তিও এই সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।

বিজ্ঞাপন

এই আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী হিসেবে থাকলেও মহাজোটের পক্ষ থেকেও রাখা হয়েছে প্রার্থী। এই আসনে নৌকা প্রতীকে মহাজোটের প্রার্থী মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। অন্যদিকে, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এছাড়া, সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃণমূল বিএনপির সভাপতি ও বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাও লড়ছেন এই আসনে।

এই আসনে প্রার্থী হিসেবে আরও আছেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের আলী হায়দার (বাঘ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস এম আবুল কালাম আজাদ (টেলিভিশন), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) এস এম আহসান হাবীব (মই), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল), মোহাম্মদ আবদুর রহিম (স্বতন্ত্র), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিনুল হক তালুকদার (হাতপাখা) ও বিকল্পধারা বাংলাদেশের লে. কর্নেল ডা. (অব.) এ কে এম সাইফুর রশিদ (কুলা)।

সারাবাংলা/ইএইচটি/টিআর

ঢাকা ১৭ নির্বাচনি শোডাউন হুসেইন মুহম্মদ এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর