গোলাকান্দাইলে নৌকার পক্ষে গণসংযোগে গোলাম দস্তগীর গাজী
১৯ ডিসেম্বর ২০১৮ ১৮:০৯ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১৯:০২
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জনসংযোগ করছেন নারায়ণগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় গণসংযোগ করেন তিনি।
গণসংযোগে গোলাম দস্তগীর গাজী ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা বলছেন। অন্যদিকে ভোটাররা গোলাম দস্তগীর গাজীকে কাছে পেয়ে যেমন আনন্দিত তেমনিভাবে নৌকাকে জয়ী করতেও তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। ফলে গোলাম দস্তগীর গাজী যেখানেই গণসংযোগ করছেন সেখানেই ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন।
এদিকে গোলাম দস্তগীর গাজীর সঙ্গে প্রচারে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল। তিনি আজ রূপসী বাসস্ট্যান্ডে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন।
গোলাকান্দাইলে গণসংযোগে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, আওয়ামী লীগ নেতা আমির হোসেন, রতন মিয়া, আদনান, হাজী আজাবুরসহ অনেকে।
সারাবাংলা/এসজে/এমআই