Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির মামলা: মির্জা আব্বাসের পক্ষের তদন্ত কর্মকর্তাকে জেরা


১৯ ডিসেম্বর ২০১৮ ১৭:১৬

ফাইল ছবি: মির্জা আব্বাস

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষের তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক খায়রুল হুদাকে জেরা করেছেন তার আইনজীবী।

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক ড. শেখ গোলাম মাহবুবের আদালতে তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী। তবে আজ জেরা শেষ না হওয়ায় আগামী ১০ জানুয়ারি পরবর্তী জেরার জন্য তারিখ নির্ধারণ করেন আদালত।

এ দিন মির্জা আব্বাস আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৬ আগস্ট ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকার তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম রমনা থানায় মামলাটি করেন।

গত ২০০৮ সালের ১৪ মে দুদকের সহকারী পরিচালক খায়রুল হুদা মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করেন।

মামলাটিতে চার্জশিটভুক্ত ৪৪ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষগ্রহণ করেছেন আদালত।

সারাবাংলা/এআই/এমআই

মির্জা আব্বাস

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর