ভোট পর্যবেক্ষণে আসছে ৩ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল
১৯ ডিসেম্বর ২০১৮ ১৬:৪১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১৬:৪৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ভারতের একটি প্রতিনিধি দল আগামী ২৮ ডিসেম্বর ঢাকা আসছে। ওই দলে মোট ৩ জন সদস্য থাকবে বলে নয়াদিল্লির বাংলাদেশ মিশন সূত্রে জানা গেছে।
এ ছাড়াও নয়াদিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ভারতের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ভোট নিয়ে বৈঠক করেছেন। ওই বৈঠকের পর বাংলাদেশের ভোট পর্যবেক্ষণ করতে একটি প্রতিনিধি দল পাঠাতে সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন।
নির্বাচন পদ্ধতি সুষ্ঠু রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের: মিলার
নয়াদিল্লির প্রতিনিধিদলে রয়েছেন ভারতের নির্বাচন কমিশনের সচিব সুমন দাশ, পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনি কর্মকর্তা আরিজ আফতাব ও ছত্তিশগড় রাজ্যের প্রধান নির্বাচনি কর্মকর্তা সুব্রত সাহা।
এদিকে, বাংলাদেশের কমবেশি ২৫ জনের একটি তরুণ কূটনীতিক দল গত ২৯ নভেম্বর ভারতের নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই প্রতিনিধি দলকে সুষ্ঠু নির্বাচন বিষয়ে ব্রিফ করা হয়।
সারাবাংলা/জেআইএল/এমআই