টানা ৩ দিনের অনশনে অসুস্থ লতিফ সিদ্দিকী হাসপাতালে
১৯ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৪ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১৫:২৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
টাঙ্গাইল: টানা তিনদিন অনশন করে অসুস্থ হয়ে পড়েছেন আওয়ামী লীগের সাবেক প্রেডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বুধবার (১৯ ডিসেম্বর) সকালে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র এই প্রার্থী তার নির্বাচনি প্রচারণায় হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদসহ তিনটি দাবিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে গত ১৬ ডিসেম্বর থেকে অনশন শুরু করেন। সেখানেই খাট, তোষক, বালিশ নিয়ে রাত্রিযাপন করতে থাকেন। এ জন্য টানানো হয় সামিয়ানাও।
তিনদিন টানা অনশনের পর বুধবার সকালে অসুস্থ হয়ে পড়েন এই বর্ষীয়ান রাজনীতিক।
এদিকে তার গাড়ি বহরে হামলার সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় চারজনকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
টাঙ্গাইল-২ কালিহাতী আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী নির্বাচনি প্রচারণায় গত ১৬ ডিসেম্বর হামলা চালানো হয়। এ সময় তার ব্যাক্তিগত গাড়িসহ তিনটি গাড়ি ভাঙচুর করা হয়।
আরো পড়ুন : গাড়ি, খাট-কম্বলসহ ডিসি অফিসের সামনে লতিফ সিদ্দিকীর অনশন
সারাবাংলা/এসএমএন