Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুমন গাইলেন নতুন গান


১৯ ডিসেম্বর ২০১৮ ১১:১৪ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৯

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

কলকাতার আলোচিত ছবি ‘বেলাশেষে’। সৌমিত্র চট্টোপাধ্যায় আর স্বাতীলেখা সেনগুপ্ত এই কিংবদন্তী জুটির ছবিটি মুক্তি পেয়েছিল তিন বছর আগে। সে সময় ছবিটি সব অর্থেই সফল হয়েছিল। পেয়েছিল বক্স অফিস সাফল্য, একইসঙ্গে সমালোচকদের প্রশংসা। এই দুটো বিষয় একত্রে সব ছবির ভাগ্যে জোটে না। স্বয়ং অমিতাভ বচ্চন পর্যন্ত টুইট করে ছবিটির ভূঁয়সী প্রশংসা করেছিলেন।


আরও পড়ুন :  সমালোচিত বিজ্ঞাপন প্রসঙ্গে ব্যাখ্যা দিলেন তিশা


এতো গেলো তিন বছর আগের কথা।

তিন বছর পরে নতুন ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন বেলাশেষের আলোচিত পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ। শেষ দিয়ে শুরু করা এই জুটির নতুন ছবির নাম ‘বেলাশুরু’। আগের ছবির মতো এ ছবিতেও আছেন সেই কিংবদন্তী জুটি সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। আরও থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, মনামী ঘোষ, ইন্দ্রাণী দত্ত, আর অনিন্দ্য চট্টোপাধ্যায়।

অনিন্দ্য চট্টোপাধ্যায় মানে চন্দ্রবিন্দু ব্যান্ডের ভোকাল অনিন্দ্য। তিনি এই ছবির সঙ্গীত পরিচালনাও করেছেন। আরও আছেন অনুপম রায়। এটাও অবশ্য আসল খবর না।

আসল খবর হচ্ছে -অনিন্দ্য’র সুরে বেলাশুরু ছবির জন্য গান গেয়েছেন বাংলা জীবনমুখী গানের কিংবদন্তী শিল্পী কবীর সুমন। সুমনের গাওয়া গানটিই ‘বেলাশুরু’ ছবির টাইটেল ট্র্যাক।

আর মজার খবর হচ্ছে- কলকাতা, শান্তিনিকেতনের পাশাপাশি ছবিটির শুটিং হবে বাংলাদেশেও।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :

চলে গেলেন সাইদুল আনাম টুটুল

‘বাণিজ্যিক ছবির অনেক প্রস্তাব পেয়েছি’

ছবির প্রচারনায় বিয়ে বাড়িতে রণবীর!

নতুন বছরের মার্চ থেকে ‘মিশন এক্সট্রিম’

চীনাদের আমির প্রীতি


আরও দেখুন :  নায়কের বিয়ে [ভিডিও স্টোরি]

বিজ্ঞাপন

 

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর