ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর অসুস্থ হয়ে হাসপাতালে
১৯ ডিসেম্বর ২০১৮ ০৬:৪৯ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ০৮:৫১
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা হঠাৎ করে অসুস্থ হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক বৈঠকে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান বলেন, ‘রাত ৯টার দিকে গুলশান কার্যালয়ে বিএনপির বৈঠক চলা অবস্থায় লুনা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। লুনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
লুনার সুস্থতার জন্য তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছে বলে জানান শায়রুল কবির খান।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) তাহসিনা রুশদীর লুনা সিলেট -২ আসনে বিএনপির প্রার্থী নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার আর প্রতিদ্বন্দ্বিতা করা হবে না।
সারাবাংলা/ইউজে/পিএ