Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগানে কুড়িয়ে পাওয়া শিশুটি মারা গেছে


১৯ ডিসেম্বর ২০১৮ ০৪:১৮ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ০৮:৩৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নড়াইল: নড়াইলের একটি বাগানে কুড়িয়ে পাওয়া সেই শিশুটি মারা গেছে। এখন পর্যন্ত শিশুটির পরিচয় জানা যায় নি।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে নড়াইল সদর হাসপাতাল থেকে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিশুটির সঙ্গে থাকা নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউপি সদস্য মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল থেকে শিশুটিকে খুলনায় নিয়ে যাচ্ছিলাম। পথে শিশুটির মৃত্যু হয়। এখন পর্যন্ত শিশুটির পরিচয় জানা যায়নি।’

নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক রোকসানা বিনতে আরিফ বলেন, ‘মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রসবের পর শিশুটি বিনা পরিচর্যায় ছিল। হাসপাতালে আনার সময়ই তার অবস্থা বেশ খারাপ ছিল।’

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে নড়াইল সদরের চন্ডিবরপুর ইউনিয়নের নিধুখোলা গ্রামের একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় নবজাতকটিকে কুড়িয়ে পান এলাকাবাসী।

সারাবাংলা/ইউজে/পিএ

কুড়িয়ে পাওয়া নড়াইল শিশু

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর