Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘন কুয়াশায় পাটুরিয়ায়-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ


১২ জানুয়ারি ২০১৮ ১০:৪৭ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৯:০১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।শুক্রবার ভোর সাড়ে তিনটা থেকে  ফেরি চলাচল বন্ধ করে অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।

চারটি ফেরি মাঝ নদীতে নোঙর করেছে। এছাড়া পাটুরিয়ায় আটটি ও দৌলতদিয়া ঘাটে আরও দুইটি ফেরি আটকে পড়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে আটকে পড়েছে তিন শতাধিক যানবাহন। আটকা পড়া এসব যানবাহনের যাত্রীরা বিশেষ করে নারী ও শিশু চরম ভোগান্তিতে পড়েন।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক নাছির মোহাম্মদ চৌধুরী জানান, মধ্যরাতের পর থেকেই পদ্মায় কুয়াশা পড়তে থাকে। ভোর সাড়ে তিনটায় এর ঘনত্ব বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি, লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করা হয়।

সারাবাংলা/টিএম/এমএ

ঘন_কুয়াশা পাটুরিয়া_দৌলতদিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর