Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শঙ্কা থাকায় সময়ের আগেই বিজিবি নামানো হয়েছে: ইসি


১৮ ডিসেম্বর ২০১৮ ১৯:১২

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: আগামী ২২ ডিসেম্বর বিজিবি নামানোর পরিকল্পনা থাকলেও শঙ্কা থাকায় নির্ধারিত সময়ের আগেই আগাম বিজিবি নামানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম।

আজ (১৮ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি রফিকুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু ভোটের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সেনা মোতায়েনের দাবি জানিয়েছিল। এ পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই বিজিবি নামানো হয়েছে। কারণ সেনা মোতায়ন সময়সাপেক্ষ ব্যাপার। তাই শঙ্কা থাকায় আগাম বিজিবি নামানো হয়েছে।’

জাতীয় ঐক্যফ্রন্ট গতকাল সোমবার দাবি জানিয়েছিল, এখনই যেন সেনা নামানো হয়।

সেনা না নামিয়ে বিজিবি কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেনা ২৪ ডিসেম্বর নামবে। তাদের নামানো সময়সাপেক্ষ। এখনই তাদের নামানো যাবে না। রাজনৈতিক দলসহ আপনারা (সাংবাদিক) সবাই অভিযোগ করছেন যে, মাঠের পরিবেশ পরিস্থিতি খারাপ হচ্ছে দিনদিন। তাই আমরা আপনাদের শঙ্কা কাটাতে মাঠে বিজিবি নামিয়েছি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশে মাঠে বিজিবি নামানো হয়েছে। তবে কত আসনে নামানো হয়েছে তা আমি জানি না। যে স্থানে আগে দরকার সেখানে আগে নামানো হবে আর যেখানে পরে নামালেও চলবে সেখানে পরে নামানো হবে।’

উল্লেখ্য বিজিবি সদর দফতর থেকে এরইমধ্যে মঙ্গলবার ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি ভোটের দায়িত্বে মাঠে নামানো হয়েছে।

সারাবাংলা/এসএইচ/একে

একাদশ নির্বাচন জাতীয়-নির্বাচন বিজিবি ভোটের মাঠ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর