‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কোনো অপশক্তি হারাতে পারবে না’
১৮ ডিসেম্বর ২০১৮ ১৮:২৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১৮:২৯
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কোনো অপশক্তি হারাতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে রূপগঞ্জ ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভা ও নৌকার পক্ষে গণসংযোগ ও নির্বাচনি অফিস উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর ছেলে পাপ্পা বলেন, আমাদের বসে থাকলে চলবে না। বৃষ্টি উপেক্ষা করে মাঠে-ঘাটে চায়ের দোকানে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কোনো অপশক্তি হারাতে পারবে না।
তিনি বলেন, বিএনপির প্রার্থী কাজী মনির সাহেব হচ্ছেন বসন্তের কোকিল। উনাকে নির্বাচনের পরে বাটি চালান দিয়েও জনগণের মাঝে খুঁজে পাওয়া যাবে না। কর্মীহীন পেন্ডুলামের মত এখন ঘুরে বেড়াচ্ছেন কাজী মনির সাহেব ।
পাপ্পা আরও বলেন, বিএনপির আমলে মতিন চৌধুরী মন্ত্রী ছিলেন। তিনি রূপগঞ্জে কোন উন্নয়ন করেন নাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ২০০৯ সালে রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর রূপগঞ্জে সর্বকালের সেরা উন্নয়ন করেছেন গোলাম দস্তগীর গাজী।
এজন্য তরুণ ভোটাররাসহ সকল ভোটারদের আগামী ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দেয়ারও আহবান জানান গাজী গোলাম মর্তুজা পাপ্পা।
এসময় আরও বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার টুকু, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হারেজ, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাংগঠনিক সম্পাদক হাজী নাদীম, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান রানু, সালাউদ্দিন মেম্বারসহ প্রমুখ।
সারাবাংলা/এসজে/এনএইচ