সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় ৬২ বিদ্রোহী নিহত
১৮ ডিসেম্বর ২০১৮ ১৮:০০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১৮:০৭
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
আফ্রিকার সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় চলতি মাসে ৬২ জন আল-শাবাব বিদ্রোহীর মৃত্যু হয়েছে। দেশটির গেন্ডশেয়ারে অঞ্চলে এসব হামলা চালানো হয়। আফ্রিকায় মার্কিন সামরিক শাখা বিবৃতিতে একথা জানায়। খবর বিবিসির।
সোমালিয়ার সরকারের সহায়তায় চালানো এসব হামলায়, শনিবার ৩৪ ও রোববার ২৮ জন আল-শাবাব চরমপন্থির মৃত্যু হয় বলে জানা যায়। বিবৃতিতে বলা হয়, দূরবর্তী এলাকাগুলোতে বিদ্রোহীরা যাতে সংগঠিত হতে না পারে সেজন্য তাদের ওপর হামলা চালানো হয়েছে।
তবে এসব হামলায় বেসামরিক কোন লোকের প্রাণহানি হয়নি বলে দাবি করা হয়।
গত নভেম্বরে পৃথক দুটি বিমান হামলায় সোমালিয়ায় ৩৭ বিদ্রোহী নিহত হয়েছিল। ২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বাহিনীকে শাবাব বিদ্রোহীদের ওপর হামলা চালানোর অনুমতি দেন। এর আগে, শুধুমাত্র আত্মরক্ষার্থে সেখানে এধরনের হামলা চালানোর নিয়ম জারি ছিলো।
সারাবাংলা/এনএইচ