লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক নেই কোথায়?
১৮ ডিসেম্বর ২০১৮ ১৬:৫২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১৯:১৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে নানামুখি আলোচনায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামে এক সভায় সিইসি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডের সংজ্ঞা কী? এ কথা বারবার বলা হয় কেন, লেভেল প্লেয়িং ঠিক নেই? কোথায় লেভেল প্লেয়িং ফিল্ড নাই, কিসের ফিল্ড ঠিক নাই?’
আরও পড়ুন: ভোটের ফলাফল প্রকাশে সতর্কতার নির্দেশ ইসির
সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগে দায়িত্বরত মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় মঙ্গলবার (১৮ ডিসেম্বর) তিনি এ সব কথা বলেন। চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সোমবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নেতিবাচক বক্তব্য দেন। এরপর সিইসি’র কাছ থেকে এ প্রতিক্রিয়া এলো।
আরও পড়ুন: সমতলের মতো পাহাড়েও সুষ্ঠু নির্বাচন হবে, আশা সিইসি’র
সভায় সিইসি আরও বলেন, ‘এবার রেকর্ডসংখ্যক প্রায় ৩৬০০ প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ১৮৪৬ জন প্রার্থী আছেন। অর্থাৎ গড়ে প্রতিটি আসনে ছয়জন। এতে প্রমাণ হয় যে, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে।’
তিনি বলেন, ‘সরকারি দল বা বিরোধী দল মিটিং-মিছিল আবার অনেক সময় শোডাউনও করছে। তাদের কি কেউ বাধা দিয়েছে? তাহলে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা আসে কেন?’
মাঠ কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘নীতিগত কিছু সিদ্ধান্ত ছাড়া বাকি সব দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। নির্বাচনে দুটি পক্ষ থাকে। একটি জয়ী হয়, আরেকটি পরাজিত হয়। নির্বাচনে প্রতিযোগিতা থাকবে, তবে সেটা যেন সহিংসতায় রূপ না নেয়। উভয় পক্ষে যারা নির্বাচন করছেন। তারা একে অপরের প্রতিবেশী, আত্মীয়। তাই তাদের মধ্যে যাতে চিরস্থায়ী কোন শত্রুতা তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’
নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সকলের প্রতি সমান আচরণ রেখে সরকারি দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সিইসি বলেন, আপনাদের চোখমুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি, আপনারা চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত।
সেনাবাহিনীর উদ্দেশে সিইসি বলেন, সেনাবাহিনী ও বিজিবি’র ওপর মানুষের অত্যন্ত আস্থা ও ভরসা আছে। আপনারা ‘যার যার ভোট যেন সে সে দিতে পারে’ এই পরিবেশ সৃষ্টি করুন। আপনাদের ওপর আমাদেরও আস্থা আছে।
একই সভায় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন সেনাবাহিনীর উদ্দেশে বলেন, ২৪ ডিসেম্বর থেকে আপনারা মোতায়েন থাকবেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন, যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়।
মাঠ কর্মকর্তাদের উদ্দেশে শাহাদাত হোসেন বলেন, অতি উৎসাহী হবেন না। এমন কোন কাজ করবেন না, যা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে। নির্বাচনে কোন ঘাটতি থাকলে অথবা ভাল নির্বাচন উপহার দিতে না পারলে আমরাই প্রশ্নবিদ্ধ হবো। চট্টগ্রাম অঞ্চলে দুর্গম এলাকা বেশি। ভোটের দিন ভোটাররা যাতে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাসায় ফিরতে পারে সেই ব্যবস্থা করতে হবে। নির্বাচনের পরিবেশ নষ্ট করে এমন কোন সহিংস ঘটনা চাই না।
সংবাদকর্মীদের উদ্দেশে শাহাদাত বলেন, আপনারা এমন তথ্য পরিবেশন করবেন না যাতে জনমনে বিভ্রান্তি ছড়ায়। নিজেদের ‘কোড অব কন্ডাক্ট’ মেনে চলবেন। নির্বাচনের সঠিক চিত্রটা আপনারা তুলে ধরবেন।
সভায় নির্বাচনে নিয়ে কোন ধরনের সমস্যা আছে কিনা জানতে চাইলে পুলিশ এবং নির্বাচনী কর্মকর্তারা জানান, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিবেশ পরিস্থিত স্বাভাবিক আছে। কিছু কিছু ক্ষেত্রে ছোট ঘটনাকে বাড়িয়ে বলা হচ্ছে।
সঠিক তথ্য জানতে নিজস্ব সোর্স নিয়োগের পরামর্শ দিয়ে এজন্য অর্থ বরাদ্দের আবেদন জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। এছাড়া বৈধ অস্ত্র জমা দিতে ব্যবস্থা নিতে সিইসির দৃষ্টি আকর্ষণ করেন।
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সিইসি’র উদ্দেশে বলেন, ‘স্যার, আমরা এখন যেখানে সভা করছি এটি আমার থানা এলাকা। আপনি আমার থানা এলাকা ঘুরে দেখুন। এর চেয়ে ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আর হয় না।’
তিনি নির্বাচনের মাঠে আচরণবিধি লঙ্ঘন কিংবা সংঘাত-সংঘর্ষের বিভিন্ন খবর পত্রিকায় অতিরঞ্জিতভাবে প্রকাশ হচ্ছে বলেও মন্তব্য করেন।
কক্সবাজারের মহেশখালী, চট্টগ্রামের সন্দ্বীপ ও ফটিকছড়ি আসনে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানান চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান। দুর্গম কিছু এলাকার জন্য হেলিকপ্টার বরাদ্দের আবেদন জানান কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো.আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ, বিজিবি’র রিজিয়ন কমাণ্ডার ব্রিগেডিয়ার জেনালের মো.আদিল চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক এবং সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমানসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সারাবাংলা/আরডি/এমএইচ
আরও পড়ুন
ধানের শীষের পোস্টার কেন নেই খবর নেন, ইসিকে ড. কামাল
সিইসির কাছে ৩০ জেলা পুলিশের বিরুদ্ধে বিএনপির অভিযোগ
নির্বাচনি সহিংসতা নিয়ে ইসির সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট
একাদশ সংসদ নির্বাচন নির্বাচন কমিশন সিইসি. লেভেল প্লেয়িং ফিল্ড