নির্বাচন পরিচালনায় বিএনপির ২৫ সদস্যর কমিটি
১৮ ডিসেম্বর ২০১৮ ১৩:৪০ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ২২:১৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ২৫ সদস্যর কমিটি গঠন করেছে বিএনপি। কমিটির চেয়ারম্যান হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সদস্য সচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে রয়েছেন- দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু ও অ্যাডভোকেট আহমদ আযম খান, সদস্য মেজর জেনারেল (অব.) কামরুল ইসলাম, এ এস এম আব্দুল হালিম, প্রফেসর তাজমেরী এস ইসলাম, অধ্যাপিকা ড. শাহিদা রফিক, আতাউর রহমান ঢালী, প্রফেসর সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, এস এম ফজলুল হক, লে. কর্নেল (অব.) এম এ লতিফ খান, ডা. ফরহাদ হালিম ডোনার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রফেসর খালেদ মুস্তাহিদুর রহমান, আ ফ ম ইউসুফ হায়দার, এ্যাডভোকেট মো. সানাউল্লাহ মিয়া, প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম, নুরুল ইসলাম মনি ও অধ্যক্ষ মাজহার হোসেন।
সারাবাংলা/এডেজ/এমও