Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইশতেহারে ‘সংখ্যালঘু মন্ত্রণালয়’ প্রতিষ্ঠার অঙ্গীকার বিএনপির


১৮ ডিসেম্বর ২০১৮ ১৩:১৬ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১৩:১৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিএনপি’র নির্বাচনি ইশতেহারে সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার অঙ্গীকার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় মঞ্চে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ইশতেহারের ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়’ শিরোনামে বলা হয়, ‘দল, মত, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ক্ষুদ্র-বৃহৎ সকল জাতি গোষ্ঠির সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মকর্মের অধিকার এবং জীবন, সম্ভ্রম ও সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হবে। এই লক্ষ্যে ধর্মীয় সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হবে।’

বিএনপির ইশতেহার: ৫ বছরে এক কোটি নতুন কর্মসংস্থান

এছাড়া পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন, সম্পদ, সম্ভ্রম ও মর্যাদা সুরক্ষা করা হবে। অনগ্রসর পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চাকুরী ও শিক্ষাক্ষেত্রে সব সুবিধা এবং পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রম জোরদার করা হবে, বলেও ইশতেহারে জানানো হয়।

সারাবাংলা/এডেজ/এমও

নির্বাচনি ইশতেহার বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর