‘আপনাদের একটি ভোট নেত্রীর জীবনকে পুনরায় আলোয় উদ্ভাসিত করবে’
১৮ ডিসেম্বর ২০১৮ ১২:২৮ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১৪:০৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ‘আপনাদের একটি ভোট আমাদের নেত্রীর জীবনকে পুনরায় আলোয় উদ্ভাসিত করবে’-কারাবন্দি বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার জন্য দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আকুতি এটি।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর হোটেল লেকশোরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে দলীয় ইশতেহার ঘোষণার সময় তিনি এ আকুতি জানান।
ফখরুল বলেন, ‘এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা নিজ ঘরে থাকতে পারছে না। তারাও নিজ ঘরে ফিরতে চায়। পেতে চায় পরিবারের সান্নিধ্য, একটি স্বস্তিময় রাত। আপনাদের সমর্থন ঘরছাড়া এই মানুষগুলোকে ঘরে ফেরার সুযোগ করে দেবে। অবসান ঘটাবে জুলুম ও নির্যাতনের বিভীষিকাময় পরিস্থিতির।’
‘এই মুহূর্তে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া আমাদের সঙ্গে নেই। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একটি পরিত্যক্ত ভবনে নির্জন কারাবাস করছেন। তার অপরাধ, তিনি অগণতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে লড়াই এবং বাংলাদেশের মানুষের জীবনকে সুন্দর করবার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। মানুষের মুক্তি, গণতান্ত্রিক অধিকার ও মানবিক অধিকার নিশ্চিত করতে গিয়ে তিনি আজ বন্দি জীবনযাপন করছেন’- বলেন বিএনপির মহাসচিব।
তিনি বলেন, ‘জাতিকে এই সংকট থেকে মুক্ত করার লক্ষে গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়ার নির্দেশে আমরা দেশের অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে তুলেছি। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অগণতান্ত্রিক স্বৈরচারী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। এই সংগ্রামের অংশ হিসাবে আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ এ অংশগ্রহণ করছি।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দেশে ফিরতে পারছেন না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করব খালেদা জিয়া ও তারেক রহমানের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠাকল্পে আপনাদের মূল্যবান সমর্থন প্রদান করবেন। আপনাদের একটি ভোট আমাদের নেত্রীর জীবনকে পুনরায় আলোয় উদ্ভাসিত করবে।’
সারাবাংলা/এজেড/এমও