Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমতলের মতো পাহাড়েও সুষ্ঠু নির্বাচন হবে, আশা সিইসি’র


১৮ ডিসেম্বর ২০১৮ ১৩:২১

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ফাইল ছবি

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাঙামাটি: সারাদেশের মতো তিন পার্বত্য জেলাতেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সবার সহযোগীতায় কিছুদিন আগে রাঙামাটির নানিয়ারচরে উপজেলা পরিষদের উপ-নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিন পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘আমি এখানকার আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথেও কথা বলেছি। এই নির্বাচনও সুষ্ঠু করার লক্ষ্যে আমরা এখানে মিলিত হয়েছি। তিন পার্বত্য জেলার মানুষ আলাদা। তারা শান্তিপূর্ণ মনোভাবের। এই তিন জেলায় মোট ১১ লক্ষ ভোটার রয়েছে। তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী।’

সভায় আরও উপস্থিত আছেন- নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.আব্দুল মান্নান, চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি মো. গোলাম ফারুক।

সারাবাংলা/এসএমএন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর