ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী গুলিবিদ্ধ
১৮ ডিসেম্বর ২০১৮ ০৪:২৮ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ০৫:০৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী অসীম সাহা চক্রবর্তী। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
সোমবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার কুন্ডুপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আহত অসীম চক্রবর্তী ফকিরহাটের কুন্ডুপাড়া এলাকার মৃত সুধির কুমার চক্রবর্তীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, অফিস থেকে বাড়ি ফেরার পথে উপজেলার কুন্ডুপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এলেই গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত ডাক্তার মো. রফিকুল ইসলাম গাজী সারাবাংলাকে বলেন, অসীম সাহা চক্রবর্তীর শারীরিক অবস্থা এখন ভালো। এখন আর কোনো সমস্যা নেই। তার শরীরে বাম পাশে শটগানের গুলি লেগেছিল।
সারাবাংলা/টিআর