দিল্লিতে ৩ বছরের শিশু ধর্ষণ
১৭ ডিসেম্বর ২০১৮ ২০:৪৪ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ২০:৪৫
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত অঞ্চলের একটি এলাকায় ধর্ষণের শিকার হয়েছে তিন বছরের এক শিশু। রবিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।খবর বিবিসি ও এনডিটিভির।
শিশুটি যে ভবনে বাস করতো সে ভবনের এক ৪০ বছর বয়সী প্রহরীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠেছে। তাকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, শিশুর অবস্থা গুরুত্বর। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত সে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, অভিযুক্তকে স্থানীয় লোকেরা মারধর করে আহত করলে তাকেও হাসপাতালে ভর্তি করতে হয়। পস্কো আইন অনুসারে তার বিরুদ্ধে মামলা রজু করা হয়।
প্রসঙ্গত, ৬ বছর আগে ঠিক এই দিনে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছিল এক তরুণী। এই ঘটনা সারা বিশ্বে আলোচিত হয়েছিল। ভারতে নতুন করে জোরদার করা হয়েছিল ধর্ষণ বিষয়ক আইন।
ধর্ষণের শিকার হওয়া শিশুর বাবা রাজমিস্ত্রির কাজ করে এবং মা লোকের বাড়ির পরিচালিকা।
দিল্লির কমিশন ফর ওম্যান-এর প্রধান স্বাতী মালিয়াল রবিবার এক টুইটে জানিয়েছেন, আজ তিন বছরের একটি শিশুকে হিংস্র ধর্ষণের কবলে পড়তে হয়েছে দিল্লিতে। তার শরীর থেকে প্রচুর রক্ত নির্গত হয়ে যাওয়ার জন্য তার অবস্থা এখন আশঙ্কা জনক। আমি তার সাথে দেখা করতে যাচ্ছে। আজ নির্ভয়া হত্যা কাণ্ডের ছয় বছর পূর্ণ হল, আর আজকের দিনেই আর একটি শিশু ধর্ষণের শিকার।
সারাবাংলা/ আরএ