Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের সিট তল্লাশি করে সাড়ে ৩ কেজি স্বর্ণ উদ্ধার


১৭ ডিসেম্বর ২০১৮ ২০:৩৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বিমান থেকে প্রায় সাড়ে তিন কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৬৮৬ ফ্লাইটে স্বর্ণ চোরাচালান করা হচ্ছে বলে তাদের কাছে খবর আসে। তবে কোন যাত্রীর কাছে আছে তা জানা যায়নি। ফলে শুল্ক গোয়েন্দা দল বোর্ডিং ব্রিজসহ গ্রিন চ্যানেলে অবস্থান নেন। পরে কারো কাছে কিছু না পেয়ে বিমান তল্লাশি করা হয়। সেখানেই একটি সিট থেকে পাওয়া যায় এসব স্বর্ণ।

জব্দ করা তিন কেজি ৪৮০ গ্রাম ওজনের এই স্বর্ণের আনুমানিক দাম ‌এক কোটি পঁচাত্তর লাখ টাকা বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এসএমএন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্বর্ণ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর