Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশা করি আমাদের পাশে থাকবেন, সরকারি কর্মকর্তাদের এইচ টি ইমাম


১৭ ডিসেম্বর ২০১৮ ১৮:০৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: উন্নয়নের ধারা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানিয়েছেন এইচ টি ইমাম।

সোমবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যে সংগ্রাম শুরু করেছিলেন তারই ধারাবাহিকতায় তারই কন্যা আমাদের যে উচ্চতায় নিয়ে এসেছেন উন্নয়নের সেই ধারা বজায় রাখার জন্য আপনারা অতীতেও কাজ করেছেন সামনেও কাজ করবেন, এটি আমার প্রত্যয় ‘

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন এই টি ইমাম।

এ সময় তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের আমি সংগ্রামী সালাম ও ধন্যবাদ ভাই।’

সারাবাংলা/একে

এইচ টি ইমাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর