Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. কামালের গাড়িবহরে হামলা, ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চায় ইসি


১৭ ডিসেম্বর ২০১৮ ১৬:৩২ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ১৭:১০

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা আগামী তিনদিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন: ড. কামালের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা

সোমবার (১৭ ডিসেম্বর) সকালে ইসি থেকে পুলিশ সদর দফতরে এই চিঠি পাঠানো হয়। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. আবুল কাসেম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ড. কামাল হোসেনের ওপর হামলার ঘটনায় তিনদিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে কমিশন। গতকাল (১৬ ডিসেম্বর) ছুটি থাকায় আজ চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ড. কামালের উপর হামলার ঘটনা ফৌজদারি অপরাধ: সিইসি

এদিকে হামলার ঘটনায় ১২ জনকে আসামি করে দারুস সালাম থানায় মামলা হয়েছে। শনিবার রাত ১২টায় এ মামলা দায়ের করেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু।

আরও পড়ুন: ভোটেরে এই সময়ে একটু ধাক্কাধাক্কি হতেই পারে:  স্বরাষ্ট্রমন্ত্রী

১৪ ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী সৌধ থেকে ফেরার পথে হামলার শিকার ড. কামাল হোসেনের গাড়িবহর। এ সময় বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। গাড়িবহরে থাকা নেতারাও হামলাকারীদের হাতে লাঞ্ছিত হন।

সারাবাংলা/জিএস/একে

গাড়িবহরে হামলা ড. কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর