Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এটি বৈপ্লবিক ইশতেহার: ফখরুল


১৭ ডিসেম্বর ২০১৮ ১৪:০৮ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ১৪:৩৬

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল

।। স্পেশাল করেসপন্ডেট।।

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত ইশতেহার জনগণের কাছে বৈপ্লবিক ইশতেহার হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর হোটেল পূর্বাণীতে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণার পর তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে যে ইশতেহার ঘোষণা করা হলো সেখানে জনগণের ম্যান্ডেট, দাবি-দাওয়া উঠে এসেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা ও ইচ্ছাগুলো উঠে এসেছে। এই ইশতেহার সম্প্রতি বৈপ্লবিক ইশতেহার হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘আজকে যে জাগরণ সৃষ্টি শুরু হয়েছে, জনগণ যেভাবে রাষ্ট্রের মালিকানার জন্য জেগে উঠেছে, শত প্রতিকূলতা সত্ত্বেও জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে এগিয়ে চলেছে তাতে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তাদের অধিকারগুলোকে আদায় করে ছাড়বে। এবং যে অপশক্তি স্বাধীনতার চেতনাকে ধ্বংস করে দিতে চায়, মানুষের অধিকার হরণ করতে চায় তাদের পরাজিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রব, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, ড. রেজা কিবরিয়াসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/জেএএম

নির্বাচন ২০১৮ ফখরুল বিএনপি বৈপ্লবিক ইশতেহার