যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
১৭ ডিসেম্বর ২০১৮ ১২:০৮ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ১২:২৫
।। সারাবাংলা ডেস্ক ।।
মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন স্কুলের প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে ৩০ জনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম. মুশাররফ হুসাইন, পরিচালক কানুতোষ মজুমদার, মোঃ সিরাজুল ইসলাম ভরসা, মোঃ ইসমাইল হোসেন সিরাজী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম।
সারাবাংলা/এনএইচ