Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা ড. কামালের


১৬ ডিসেম্বর ২০১৮ ১৭:২০ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আবারও শঙ্কা প্রকাশ করলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

রোববার (১৬ ডিসেম্বর) বিকেলে প্রিতম-জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

চলমন পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কী না— সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘সারাদেশে যে ঘটনাগুলো ঘটছে আমরা সে তথ্যগুলো আপনাদের দিচ্ছি, আপনরাই মূল্যায়ন করবেন। এ নিয়ে আমাদের মন্তব্য করার কিছু নেই। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা তো আছেই। আমাদের মনে হচ্ছে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে দেওয়া হবে না। কারণ, তারা (সরকার) বুঝতে পারছে গণমত কোন দিকে যাচ্ছে।’

এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত ভোটের মাঠে টিকে থাকতে পারবে কী না?— এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘টিকে না থাকার কোনো কারণ নেই। আমাদের প্রতি জনগণের সমর্থন আছে। সুতরাং আমরা শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকব।’

তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে, যারা মিছিল করছে তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। এমনকি প্রার্থীরা গুলিবিদ্ধ হচ্ছেন। আরো দুঃখজন ব্যাপার হলো, এ ঘটনার পর কোনো আইনানুগ ব্যবস্থা হয় না। অথচ এগুলো কোনো খেয়াল খুশির ব্যাপার না। সংবিধানে আছে, অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পথে যারা বাধা সৃষ্টি করে, আঘাত দেয়, আক্রমণ করে, সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চেষ্টা করে— এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

‘কিন্তু আমরা দেখছি, যাদের ওপর হামলা করা হলো, তাদেরকেই আবার অ্যারেস্ট করা হলো। আর যারা আসলেই আক্রমণ করেছে, তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। যদি এইভাবে চলতে থাকে, তাহলে ভোটের দিন কী হবে?’

বিজ্ঞাপন

আ স ম আব্দুর রব বলেন, ‘শুধু কর্মীদের গ্রেফতার, মামলা বা হামলা নয়, সেদিন আমরা গিয়েছিলাম বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। সেখানে আমাদেরকে শহীদ করে দেওয়ার চেষ্টা হয়েছে। জীবনে কোনো নির্বাচনে দেখি নাই প্রার্থীদের গ্রেফতার করা হয়েছে— ক্যান্ডিডেট যদি গ্রেফতার হন, তিনি  নির্বাচন করবেন কীভাবে?

তিনি বলেন, ‘মাহবুব উদ্দীন খোকনের ওপর গুলি চালানো হয়েছে, সিরাজগঞ্জে টুকুর বউ’র ওপর গুলি করা হয়েছে, ঢাকায় সুব্রতসহ কেউ মাঠে নামতে পারছে না।’

‘১৩ দিন আগে যদি গুলি চালায়, ১৩ দিন পর কী চালাবে? ট্যাংক চালাবে, কামান চালাবে। একি অবস্থা? পৃথিবী কোথায়, মানুষ কোথায়, ইউএসএ কোথায়? আমরা তো মানুষ’— বলেন আ স ম আব্দুর রব।

তিনি বলেন, ‘একাত্তর সালে বর্বর পাকিস্তানীরা এ রকম হামলা করেনি। পাকিস্তান আমলে যত নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে এ রকম নির্যাতন হয়নি, বিরোধীদল, নেতাকর্মী, পোলিং এজেন্ট এবং ভোটারদের ওপর এরকম নির্যান্তন চালানো হয়নি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু, আব্দুল আউয়াল মিন্টু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও জগলুল হায়দার আফ্রিক।

সারাবাংলা/এজেড/একে

আরও পড়ুন: ঐক্যফ্রন্টের বিজয় র‌্যালি: খালেদার মুক্তি, ধানের শীষে ভোট

জাতীয় ঐক্যফ্রন্ট জাতীয়-নির্বাচন ড. কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর