ড. কামালের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা
১৬ ডিসেম্বর ২০১৮ ১৫:৫১ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর স্মৃতিসৌধ থেকে ফেরার পথে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় ড. কামাল হোসেনের গাড়িটিসহ বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
ওই ঘটনায় কামাল হোসেনের হয়ে ঐক্যফ্রন্টের সৈয়দ মো. আবুবকর সিদ্দিক বাদী হয়ে দারুস সালাম থানায় একটি অভিযোগ দেন।
রোববার (১৬ ডিসেম্বর) সকালে আবু বকর সিদ্দিকের অভিযোগ গ্রহণ করে মামলা হিসেবে নথিভুক্ত করা হয় বলে জানান দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান।
ওসি বলেন, ‘রাস্তায় গাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনায় ১৪৩, ৩২৩ ও ৩২৫ পেনাল কোড অনুযায়ী মামলা গ্রহণ করা হয়।’
মামলার অভিযোগে বলা হয়, গত ১৪ ডিসেম্বর সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে ফেরার পথে দারুস সালাম এলাকায় ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা চালায়। মামলায় স্থানীয় ছাত্রলীগের আহ্বায়ক মো. ইসলাম, মো. বাদল, সোহেল, জুয়েল, শাওন ও জাকিরসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তারা একইসঙ্গে চাকু, লোহার রড, হকিস্টিকসহ লাঠিসোঠা দিয়ে ড. কামাল হোসেন, আ স ম আব্দুর রব ও রেজা কিবরিয়াসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
ওসি সেলিমুজ্জামান বলেন, ‘মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’
সারাবাংলা/ইউজে/একে