লাঠিয়াল ব্যবহারকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে: ড. কামাল
১৬ ডিসেম্বর ২০১৮ ১১:২৮ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ১৩:১৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, স্বাধীন বাংলাদেশে কোনোরকম সন্ত্রাস-জবরদস্তি মেনে নেওয়া যায় না। যারা রুগ্ণ রাজনীতি করে, লাঠিয়াল বাহিনী ব্যবহার করে, কালো টাকা ব্যবহার করে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ সব কথা বলেন।
কামাল বলেন, ‘আমরা স্বাধীনতার ৪৭ বছর পার করলাম। আমি খুবই উৎসাহিত হচ্ছি যে এখানে এত লোকের উপস্থিতি। বছর বছর এই উপস্থিতি বাড়ছে। এটার মানে হলো মানুষ স্বাধীনতাকে মূল্যায়ন করতে শিখেছে।’
ঐক্যফ্রন্টের শীর্ষ এই নেতা বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। স্বাধীনতাকে তারা সঠিকভাবে মূল্যায়ন করেছিল। তারা জীবন দিয়েছিল, স্বাধীন বাংলাদেশ চেয়েছিল। তাদের আকাঙ্ক্ষা ছিল মানুষ কাজ পাবে, দেশে আইনের শাসন থাকবে। গণতন্ত্রের মূলনীতি থাকবে। চার মূলনীতিতে সামনে রেখে জাতির শ্রেষ্ঠ সন্তানরা জীবন দিয়েছিল।’
বিজয়ের ৪৭ বছরে আমরা কাঙ্ক্ষিত মুক্তি পেয়েছি কি না সাংবাদিকরা জানতে চাইলে ড. কামাল বলেন, ‘আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু মুক্তি পাইনি। সেই মুক্তি পাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাচ্ছি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে এই মুক্তি সম্ভব।’
সারাবাংলা/এজেডকে/একে