Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ যেমন আনন্দের, তেমন বেদনারও দিন


১৬ ডিসেম্বর ২০১৮ ১১:২৯ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ১১:৩২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।। 

নারায়ণগঞ্জ: উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আগামী ৩০ ডিসেম্বর দেশবাসী নৌকায় ভোট দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-১ আসন থেকে নৌকার মনোনয়ন পাওয়া গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

রোববার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশা প্রকাশ করেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর দেশবাসী উন্নয়নকে অগ্রাধিকার দেবে। আর এই দিনে দেশের আপামর ভোটাররা তাদের ভোটের মাধ্যমে আবারও নৌকাকে জয়ী করবে। আমরা ২০৪১ সালের আগে অবশ্যই উন্নত দেশে পাড়ি দেব। এজন্য বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। আর তার হাতকে আরও শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একইসাথে একাত্তরের পরাজিত হায়েনারা আবার যেন ক্ষমতায় গিয়ে দেশকে ধ্বংস করতে না পারে সেদিকে দেশবাসীকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

বিজয়ের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সালাম জানিয়ে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘কেননা আমরা তার ডাকে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এবং বিজয় ছিনিয়ে এনে ছিলাম। আর এই আনন্দের দিনে শহীদদের প্রতি রইলো আমাদের অজস্র সালাম। একই সাথে আজ যেমন আনন্দের দিন তেমনিভাবে দুঃখেরও দিন। কেননা মুক্তিযুদ্ধে আমাদের ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া আমাদের স্বাধীনতা। তাই এই দিনটি আমাদের বেদনারও দিন।’

পাকহানাদারদের তাণ্ডবলীলা স্মরণ করে গোলাম দস্তগীর গাজী বলেন, আমরা চেয়েছিলাম আমাদের স্বাধীনতা। কিন্তু পাকস্তানিরা আমাদের নিধন করতে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিলো। নির্বিচারে পাখির মতো গুলি করে মেরেছিলো। আমাদের মা-বোনদের সম্ভ্রম লুটেছিলো। আর এই কাজে তাদের সহযোগিতা করেছিলো আমাদেরই আশপাশের মানুষ। তারা রাজাকার, আল-বদর, আল-শামস। এরাই আবার দেশ স্বাধীন হওয়ার পর সুযোগ নিয়েছে। রাজনীতিতে যোগ দিয়েছে। এরা কারা সেটা বাংলার মানুষ জানে। তাই আমাদের একটাই দাবি, যারা দেশের উন্নয়ন চায় না, দেশের অর্জনগুলোকে বড় করে দেখে না, আসুন তাদেরকে আমরা বর্জন করি। সুখি, সমৃদ্ধ ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে নৌকার হয়ে কাজ করি।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, রূপজেলা উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মোল্লা, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়া,ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, জেলা পরিষদের সদস্য শ্রী শীলা রাণী পাল,  রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, রূপগঞ্জ  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া,রূপগঞ্জ উপজেলা যুবমহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতাসহ প্রমুখ।

সারাবাংলা/এসজে/এসএমএন

গোলাম দস্তগীর গাজী এমপি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর