Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম চলছে, চলবে : মির্জা ফখরুল


১৬ ডিসেম্বর ২০১৮ ১০:৩১

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা : গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের সংগ্রাম চলছে, চলবে।’

রোববার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘দূর্ভাগ্য আমাদের আজকের এ বিজয়ের মাসে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এই সময় আমাদের নেতা কর্মীদের নির্যাতন করা হচ্ছে।’

নির্বাচন কমিশন সম্পূর্ন অদক্ষতার পরিচয় দিয়েছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের নেতা কর্মীদেরকে খুন করা হচ্ছে, গুলি করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আজকে ভারাক্রান্ত হৃদয়ে আমাদের এসব কথা বলতে হচ্ছে। গণতন্ত্র থেকে আমরা বঞ্চিত হয়েছি। অথচ মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল গণতন্ত্র।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যফ্রন্টের নেতৃত্বে আন্দোলন চলছে, চলবে।’

সারাবাংলা/এজেডকে/এসএমএন

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর