Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে সাম্প্রদায়িক অপশক্তি


১৬ ডিসেম্বর ২০১৮ ১০:১৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ফেনী: একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে মুক্তিযোদ্ধার ছদ্মবেশে কিছু মানুষ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। এদেরকে পরাজিত করে বিজয়ী হতে হবে।

রোববার (১৬ ডিসেম্বর) সকালে ফেনীর শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

নোয়াখালীতে বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন আক্রান্ত হওয়ার ঘটনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সেখানে তারা নিজেরা হামলার ছক করেছিল, উসকানি দিয়েছিল। তারা আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর, দোকানপাট ভাঙচুর করেছে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গিয়ে হস্তক্ষেপ করেছে। এতে করে খোকন আহত হয়েছেন। সরকারের ও আওয়ামী লীগের ওপর দোষ চাপাতেই এই হামলার ছক কষা হয়েছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘এর আগে আমাদের দুই কর্মীকে প্রাণ দিতে হয়েছে। তাদের কোনো কর্মীকে প্রাণ দিতে হয়নি। যতই চক্রান্ত হোক আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবেনা।’

এসময় উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের এমপি জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনীর পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সারাবাংলা/এসএমএন

 

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর