Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষকৃত্য থেকে ফেরার পথে ট্রাক দুর্ঘটনায় নিহত ২০


১৬ ডিসেম্বর ২০১৮ ০৩:৪৫ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ০৩:৪৬

।। আন্তর্জাতিক ডেস্ক।।

ঢাকা: নেপালে মৃতব্যক্তির শেষকৃত্য অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রাক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে পার্বত্য সরু রাস্তা দিয়ে চলার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ ডিসেম্বর) দেশটির পুলিশ এই তথ্য জানায়। খবর এনডি টিভি।

পুলিশ জানায়, নেপালের মধ্যাঞ্চলে শেষকৃত্য শেষে ফেরার পথে শোকার্তদের বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। প্রায় ৪শ মিটার নিচে একটি নদীর তীরে পড়ে গেলে অন্তত ২০ জন নিহত হয়।

পুলিশ কর্মকর্তা ভিমলাল ভাট্টারিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ১৮টি লাশ উদ্ধার করেছে। হাসপাতালে নেয়ার পথে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ট্রাকে কতজন আরোহী ছিল তা জানা যায়নি।

সারাবাংলা/এমএইচ

কাঠমান্ডু ট্রাক দুর্ঘটনা নেপাল সড়ক দুর্ঘটনা