লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ভাঙচুর
১৬ ডিসেম্বর ২০১৮ ০১:০৮ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ০৪:১৭
।। ডিস্টিক্ট করেসপন্ডেন্ট।।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় মোহাম্মদ সেকান্তর নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃতের স্বজনরা হাসপাতালে ভাঙচুর করেছেন।
শনিবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটেছে।
মৃত সেকান্তর লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অফিস সহায়ক ও আবিরনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সন্ধ্যায় বুকে ব্যথা অনুভব হলে সেকান্তরকে শহরের ঝুমুর আধুনিক হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। এক পর্যায়ে রোগীর অবস্থা দেখে হাসপাতালের স্টাফরা তার হাতে কয়েকটি ইনজেকশন দেন। মুহূর্তেই ছটফট করে মারা যান তিনি। এ সময় নিহতের স্বজনরা বিক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর করেন। পরে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির জানান, মৃত্যুর বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এমএইচ